শরৎ চৌধুরী তো আপনারা কি ভেবেছিলেন? মানুষ পালে পালে জড়ো হবে না? ইতিহাসে স্পষ্ট যে মারতে এবং মরতে সবসময়ই মানুষ পালে পালে জড়ো হয়েছে। বাঁচতেও জড়ো হয়েছে। প্রতিবাদে জড়ো হয়েছে। আনন্দে জড়ো হয়েছে, শোকে জড়ো হয়েছে। পালে পালে জড়ো হওয়ার মধ্যে অসম্মানের কিছু নাই। জড়ো হবার মধ্যে যে সম্মান অসম্মান জিনিসটা আছে তা বানিয়ে দেয়া।...