রাশীদ মাহমুদ লন্ডন স্কুল অব ইকোনমিকসে শিক্ষকতা ও গবেষণারত নৃবিজ্ঞানী ডেভিড গ্রেবারের “আজাইরা কাজ” বইটা প্রকাশিত হয় ২০১৮ সালে। এতদিন তেমন মনোযোগ না দিলেও, এই লকডাউনে বইটা বেশ কিছু প্রশ্নের সামনে এনে নিজেকে হাজির করেছে। এতকাল আমরা কি কি প্রকারে প্রকৃতির ক্ষতি করেছি তা নিয়ে দেখলাম প্রায় সবাই ভাবিত। মোটামুটি সবাই এর পেছনে আমাদের অসংযত...