জরিপ থেকে বয়ান: বাংলাদেশ রাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জাতি সত্তার মানুষের ভূমি সমস্যা কেন্দ্রিক সমীক্ষা ও বয়ানরবীন্দ্রনাথ সরেন, আহমেদ বোরহান ও মাহমুদুল সুমনপ্রকাশনা: সংবেদ, ঢাকা, ফেব্রুয়ারি ২০১৪পৃষ্ঠাসংখ্যা: ৯৬ সায়েমা খাতুন বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন প্রান্তিক জাতিসত্তার মানুষদের প্রতিকারহীন ভূমি বেদখল হওয়া ও ভূমি থেকে উৎখাত হওয়া দশকের পর দশক নৈমিত্তিকভাবে চলমান। ক্রমাগতভাবে ভূমি হারিয়ে ভূমিহীন দিনমজুরে...