প্রচ্ছদ লিঙ্ক ‘বস্তিতে আগুন লাগবে’: নগরের ওপর সাধারণের অধিকার

‘বস্তিতে আগুন লাগবে’: নগরের ওপর সাধারণের অধিকার

‘বস্তিতে আগুন লাগবে’: নগরের ওপর সাধারণের অধিকার

মাহমুদুল সুমন

নগর পরিকল্পনায় সমাজতাত্ত্বিক সাসকিয়া সাসেন ডাইভারসিটিকে গুরুত্ব দেবার কথা বলেছেন। জেইন জ্যাকব গ্রাসরুট মোকিং অব সিটিজের কথা বলেছেন। আরবান ডিজাইনার ইয়ান জ্যাল বলেছেন জনগণের জন্য শহরের কথা। সার্বিকভাবে সাধারণ জনগণকে কেন্দ্রে রেখে নগর পরিকল্পনার কথাই বলছেন সবাই। শহরের ওপর সাধারণের অধিকার আছে এই অ্যাকটিভিজমটা এখন সামনে চলে এসেছে। শিক্ষার্থীদের ২০১৮ ও ২০২১-এর নিরাপদ সড়ক আন্দোলন এবং উই ওয়ান্ট জাস্টিস স্লোগান সে কথাই বলছে। দরকার এসব প্রশ্ন নিয়ে এলাকাভিত্তিক আলাপের পরিসর তৈরি করা, শহরের মানুষকে যুক্ত করবার কিছু পদ্ধতি ঠিক করা। ঠিক ওপর থেকে চাপিয়ে দেওয়া পলিসি নয়। শহরবাসীর চিন্তার সমবায়ের মধ্য দিয়েই একটা সম্মতিতে পৌঁছতে হবে আমাদের।

 

Leave a Reply

Your email address will not be published.