মঈন জালাল চৌধুরী বিগত এক মাস ধরে নেটফ্লিক্সে “ওয়ার্ল্ড ওয়ার টু ইন কালার” দেখছি। একবিংশ শতকের মানুষ হিসেবে এটা দেখা আবশ্যক বলে মনে করি। প্রথম বিশ্বযুদ্ধের পর সংকটকালীন জার্মানীকে উজ্জ্বিবিত করতে এবং পুনর্গঠন করতে যেয়েই ছোট ও বড় হিটলারদের কী কী সাধ জেগেছিল তা বেশ বোঝা যাচ্ছিল। হ্যা, ঠিকই ধরেছেন আমি একজন হিটলারের কথা কেবল...