শরৎ চৌধুরী তো আপনারা কি ভেবেছিলেন? মানুষ পালে পালে জড়ো হবে না? ইতিহাসে স্পষ্ট যে মারতে এবং মরতে সবসময়ই মানুষ পালে পালে জড়ো হয়েছে। বাঁচতেও জড়ো হয়েছে। প্রতিবাদে জড়ো হয়েছে। আনন্দে জড়ো হয়েছে, শোকে জড়ো হয়েছে। পালে পালে জড়ো হওয়ার মধ্যে অসম্মানের কিছু নাই। জড়ো হবার মধ্যে যে সম্মান অসম্মান জিনিসটা আছে তা বানিয়ে দেয়া।...
উপেক্ষিত এক বিষয়
উদ্ধব মল্লিক আমার এক ঠাকুরদা ব্রিটিশ আমলে কুষ্ঠরোগে মারা যান। তখন কুষ্ঠ আর যক্ষা রোগ নিয়ে সারা দুনিয়ায় মানুষের ভয়ানক ভীতি ছিল। তাদেরকে বাড়ির বাইরে রাখা হতো, মাসের পর মাস বা বছর! মানুষ গোপন করত তাদের অসুখ, সামাজিকতার বিরূপ ভয়ে! মৃত্যু ভয় থেকে সামাজিক ভয়, এরপর বিচ্ছিন্নতা, এরপর ঘৃণা। তারও বহু আগে জেরুজালেম অঞ্চলে পাথর...